সরু গলির মোড়ে, যখন, দিনের আলোক ঝরে,
ময়না দাঁড়ে গাহে, এমন গাইছে বছর ধ’রে;
সুসান্ যেতে পথে, হঠাৎ শুন্তে পেলে গান,
শব্দ সাড়া নাইক ভোরে শুধুই পাখীর তান।
মন ডুবিল গানে, একি, কি হ’ল ওর আজ,-
দেখ্ছে যেন, জাগে পাহাড় গাছের পরে গাছ;
উজল হিমের ঢেউ চলেছে গলিটির মাঝ দিয়ে,
ঘেঁসাঘেঁসি বস্তি মাঝে চল্লো নদী ধেয়ে!
সবুজ গোঠের ছবি, তাহার পাহাড় দু’টি ধারে,
সে পথ দিয়ে গেছে কত কল্সী নিয়ে ভ’রে;
এক্টি ছোট ঘর সে যেন বাবুইপাথীর বোনা,
তার চোখে সে ঘরের সেরা, নাইক তার তুলনা;
স্বর্গের সুখ পরাণে তা’র; মিলিয়ে আসে ধীরে-
ঘোর কুয়াসা, ছায়া, নদী, পাহাড় যত তীরে;
বইবে নারে নদী, পাহাড় তুলবে না আর শির,
স্বপন টুটে, নয়ন ফুটে, মুছে নয়ন নীর।
ওয়ার্ড্সোয়ার্থ্।