দীনবন্ধু মিত্র

তুমি ছিলে নাট্যকার হে বরেণ্য! ছিলে না’ক নট,
করতালি-মাধুকরী তুমি কভু করনি জীবনে;
সমাজ-শোধন-ব্রতে ব্ৰতী যারা ছিল কায়-মনে-
নব্য বঙ্গে যারা গুরু- স্থাপিয়াছে সুমঙ্গল ঘট-

তাদের চরিত্র লয়ে তুমি ব্যঙ্গ করনি বিকট
বীভৎস-কুৎসিত ভাষে। হে রসিক! তব আলাপনে
ক্ষুন্ন নহে পুণ্য-ধারা; রোধ’ নাই কণ্টক-রোপণে
উন্নতির পন্থা কভু। দেশবন্ধু তুমি নিষ্কপট।

অন্যায়ের বৈরী তুমি বিক্রপে বিঁধেছ অত্যাচার,
হাস্যমুখে চিরদিন করিয়াছ সত্যের ঘোষণ;-
নীলকর-বিষধর করেছিল গরল উদ্গার,-
নীলকণ্ঠ সম তুমি নির্ভয়ে তা’ করেছ শোষণ।
বারিকের ভিত্তি গড়ি’ নিমচাঁদ করি’ আবিষ্কার
হাসি দিয়া নাশি’ বোগ করেছ হে সুপথ্যে পোষণ।