সজল চোখে জলগ্রহণ করেনি যে জন,
কাটায় নি যে দীর্ঘ নিশি ঊষার পথ চাহি’,
ডাক্তে যা’রে হয়নি কভু ‘ত্রাহি ত্রাহি ত্রাহি’,
হা ভগবান! মোটে তোমায় চেনেনা সে জন
দুঃখে ভরা ধরার মাঝে পাঠাও তুমি সবে,
দাওনা বাধা যখন মোরা পাপের পথে চলি’;
অনুতাপের অনল মাঝে মরি শেষে জ্বলি’
মুহূর্ত্তেকের স্খলনে, হায়, জনম-দুখী ভবে।
গেটে।