দুর্ভিক্ষের ভিক্ষা (গান)

গান
[উচ্চারণ সংস্কৃতানুযায়ী, হ্রস্ব-দীর্ঘ-ভেদে লঘু গুরু;]

আজি নিরন্ন দেশ বিপন্ন,
ক্লেশ বিষন্ন লক্ষ হিয়া;
নিষ্ঠুর মৃত্যুর নীরব-ছায়া
ছাইল অম্বর পক্ষ দিয়া।

মরু ধূসর প্রান্তর ওই,
বিমর্ষ অন্তর, বর্ষণ কই?
আজি ভিখারী বালক নারী,
প্রাণ ধরে শিশু অশ্রু পিয়া!

অতি দুঃসহ দুর্গতি বে,
হতাশ শত কঙ্কালে ফিরে!
“কে দিবি অন্ন?- কে হবি ধন্য?”-
পুণ্য পথে ফিরিছে পুছিয়া!