একা (গান)

(গান)

মন উনমন
মন কেমন রে!
মন কেমন করে!
এ নিশীথে
কেন জাগে!
কিবা মাগে!
(মম) আকুল নয়ন রে!
(কোথা) বাজে বাঁশী
উদাসী স্বরে!
উদাস করে-
প্রাণমন
অকারণ
নয়ন-লোরে-
(হায়) নয়ন ভরে।
মন কেমন করে!
আকাশে লাগে
ঘুম-ঘোর!
ঘুমে ভোর
(যত) তারার আঁখি!
আমি জাগি
একা জাগি।
কাহার তরে!
মন কেমন করে!

স্বপন-রাগে
উঠে ডাকি
কোথা পাখী
কাকলি স্বরে!
মন কেমন করে!
জোছনা লুটায়
বিছানো শেযে,-
সে কাঁদিছে যে!
শূন্য ঘরে!
(মোর) প্রাণের পরে!
মন কেমন করে!