ফার্সী উদ্ভট

জিজ্ঞাসি’ বৃশ্চিকে ধীরে ধীরে,-
শীতে কেন এসনা বাহিরে?
বিছা বলে ‘গ্রীষ্মে বড় করেছি সুকাজ,-
তা’ বাহির হ’ব আজ!’
*
জিজ্ঞাসিনু বুড়া-বিপত্নীকে,-
কেন তুমি কর না ক’ নিকে?
“বৃদ্ধার রূপ বড়ই ঠেকে ফিঁকে।”
অর্থ আছে বালা-নারী লহ।
“বৃদ্ধা যদি আমারি অসহ,
বালা কেন চাইবে বুড়ায়? কহ!”

সাদি