ছি ছি, কি লাজ, রাখাল! রাখাল!
লজ্জা সরম নাই;
চুমা দিয়ে পালিয়ে যাবে
দুইছি যখন গাই।
গোলাপ কত ফুট্ছে আবার,
বকুল হেসে লুট্ছে আবার,
তুমি এসে চুমা দিলে দুইছি যখন গাই!
রাখাল এসে পিছন থেকে
চুমা দিয়েই পালাল ভাই,
ধর্ব তা’রে কেমন ক’রে
দুইতে দুইতে গাই;
পায়রা কত উড়্ছে আবার,
কোকিলে গান জুড়্ছে আবার,
রাখাল এসে চুমা দিলে দুইছি যখন গাই।
এস ফিরে রাখাল! রাখাল!
চুমা দিয়ে যাওনা ভাই,
এড়ানো কি যায় কখনো
দুইতে দুইতে গাই;
পাপিয়া গানে মগন আবার,
আজকে যে গো মিলন সবার,
পিছন হ’তে চুমা দে যাও, দুইতে দুইতে গাই!
টেনিসন্।