(তিব্বত)
ডাঙায় ওই উঁচু ডাঙায়,
ফুল ফুটেছে শাদায় রাঙায়,
ওরে রাখাল ভাই!
নূতন তর ফুল ফুটেছে,
আন্ রে তুলে তাই!
আন্রে তুলে নুতন ফুলে,
আরে তুলে তায়;
হাতটি দিয়ে তুলিস্ নে রে
শুকিয়ে যাবে হায়!
পরাণ দিয়ে তুলে এনে
হিয়ায় বাঁধ তায়;
বুকের মাঝে গোপন রেখ,-
প্রাণের মাঝে, হায়।