হেলাফুল

তৃণেরও চাইতে যে আসন নীচু
সে আসনে তুমি বসালে আমায় বসালে,
হেলায় আমারে ভাসালে পাথারে
সকল ভরম খসালে গরব খসালে।
নিশির তিমিরে মিশি’রে
কঁদিয়া মরি যে শিশিরে,
নিষ্প্রভ করি’ রাখিলে আমায়
পদ্মের রাঙা রূপেরি রক্ত মশালে।
আলোর ভুবনে শতদল-বনে নিদালি আমারি নয়নে,
ফুলের মেলায় গভীর হেলায় শুকাই সলিল-শয়নে;
কেহ না পুছিল পরিচয়
একি জীবনের অপচয়,
ভালো বেসে কেউ এল না সুধাতে-
বিষে কি সুধায় রসালে এ প্রাণ রসালে।