ইজ্জতের জন্য

“ইজ্জৎ কী ভেদ্ মুলুক্ কা খিদ্মৎমে হ্যায় ছিপা।”- হালি

অপমানের মৌন দাহে চিত্ত দহে তুষানলে;
জাতীয় এই প্রায়শ্চিত্ত না জানি কোন্ পাপের ফলে!
ক্ষুব্ধ সাগর আল খবর হাল আইনে আফ্রিকাতে
রঙের দায়ে ভারত-প্রজা নিগৃহীত নিগ্রো সাথে!
ফুট্পাথে তার উঠতে মানা, জরিমানা উঠলে ভুলে,
নাই অধিকার কিছুতে তার কেনা-বেচার লাভে…মূলে।
মাথার উপর মাথট আছে আঘাত দিতে অসম্মানে,
‘জিজিয়া’ কর দিচ্ছে আজি হিন্দু এবং মুসলমানে!

* * * *

কাজের বেলা ছিল কাজী অল্পে-খুসী ভারতবাসী,
অল্পে-খুসী বলেই আবার সবাই তাড়া দিচ্ছে আসি’!
“মজুর ভালো অল্পে তুষ্ট” ভাবছে ওরা সুনিশ্চয়,
“খনির কাজে আখের চাষে ইষ্ট তাহে প্রচুর হয়।
কিন্তু যখন সেই কুলী হয় প্রতিযোগী দোকানদার
অল্প লাভে ব্যবসা জমায়… তখন তোমার টেঁকা ভার।”
মুদী মাকাল উঠল ক্ষেপে; অম্নি হল রাতারাতি
স্বার্থে-গোঁয়ার গোরা-বোয়ার বর্ণভেদের পক্ষপাতী!

* * * *

অম্নি গেল শুরু হ’য়ে নূতন নূতন আইন জারি-
“ভারতবাসী কৃষ্ণ অতি” “ভারতবাসী দুষ্ট ভারি”,
“অসাব্যস্ত বিবাহ তার, পত্নী তাহার পত্নী নয়,
কারণ বহুনারীর ভর্ত্তা দুশ্চরিত্র সুনিশ্চয়।
খনির তলে খাটুক কুলি, অবসরে চিবোক চানা,
কিন্তু কুলির আফ্রিকাতে কন্যা জায় আন্তে মানা।”
এম্নি ধারা ফন্দি ফিকির নিত্য তারা বার করে গো,
বোয়ার মুদী মনু এবং মহম্মদের ভুল ধরে গো।
ভারত এবং হাব্সী মুলুক এক রাজারই অধীন জানে,
তবুও ক্ষুদ্রস্বার্থ লাগি সাম্রাজ্যে সে তুচ্ছ মানে!
অথচ এই ভারতবাসী সব সপে সাম্রাজ্যটাকে,-
আফ্রিকায় সে ফসল ফলায়, হংকং-এ সে শান্তি রাখে;
অর্থে তাহার রক্তে তাহার ব্রিটিশ-প্ৰতাপ বর্দ্ধমান,
তিব্বতে সে দৌত্য করে, শ্রেষ্ট কবি তাহার দান।
সিংহলে যে সভ্য করে, আরব-কূলে সুখত্রায়,
ব্ৰহ্মে, শ্যামে, যবদ্বীপে উপনিবেশ যাদের, হায়,-
তাদের ছেলে স্থল পেলে না কূল পেলে না আজ কোথাও,
গর্-বনেদি বন্য বোয়ার ভিন্ন তাদের সভ্যতাও।

* * * *

এক রাজারই আমরা প্রজা বোয়ার এবং ভারতবাসী,
মোদের বেলা কান্না শুধু, তাদের বেলা শুধুই হাসি।
রাজা শুধু বিরাজ করেন, রাজ্য করে কিঙ্করে,
দশের উচিত শুধরে দেওয়া ভৃত্য যদি ভুল করে,-
রাজার ভৃত্য ভুল করেছে, আমরা সে ভুল কাট্তে চাই,
বোয়ার-বিধির বর্বরতা আমরা ঈষৎ ছাঁটতে চাই,
দশের মুখে ধৰ্ম্ম যেমন আইন্ তেম্নি দশের মতে,
কেমন করে টিঁকবে মানুষ বে-আইনীতে বে-ইজ্জতে?
তাই প্রবাসী ভারতবাসী বেঁধেছে বুক আজকে সবে,
পণ করেছে বে-আইনী এই আইনটাকে ভাঙতে হবে।

* * * *

দলে দলে ফিরছে তারা সইছে শত লাঞ্ছনা,
ভগবানের রাজ্যে তারা গণ্ডী কোথাও মান্ছে না।