ইতালির প্রতি

ইতালি! ইতালি! এত রূপ তুমি কেন ধরেছিলে, হায়,
অনন্ত ক্লেশ লেখা ও ললাটে নিরাশার কালিমায়;
এমন ভাগ্য কেন করেছিলে? করেছিলে কোন্ পাপ?
অপরের বর অদৃষ্টে তব কেন হ’ল অভিশাপ?
হ’ত ভাল যদি হ’তে কুৎসিত, অথবা সে হ’তে বলী,-
ভয়ে আসিত না, ভালবাসিত না, চরণে যেত না দলি’।
রূপের গরিমা, মহিমা তোমার পলে পলে তবু, হায়,
আত্ম-কলহে প্রত্যহ আজি তিলে তিলে ক্ষয় পায়।
হ’লে রূপহীনা সহিতে হতনা বর্ব্বর অভিযান,
গিরি লঙ্ঘিয়া আসিত না ‘গল্’ রক্ত করিতে পান;
তা, হ’লে এ ছবি দেখিতে হ’ত না, মরিতে হ’তনা লাজে,
পরের অস্ত্র হস্তে ধরিয়া তুমি ভ্রম’ রণ মাঝে।
কেন যে এ রণ জাননা কারণ,- তবুও বুঝিছ, হায়,
জয় পরাজয় সমান তোমার চির-শৃঙ্খল পায়।

ফিলিকাজা।