জাতীয় সঙ্গীত (ইংলণ্ড)

রাজারে রক্ষা কর কর ভগবান!
রাজা আমাদের হউন আয়ুষ্মান্!
জয়ী কর তাঁরে, দাও তাঁরে যশ,
দাও দাও তাঁরে বিমল হরষ,
সুখে শান্তিতে রাজ্য করুন্ এই কর ভগবান!

জাগ, জাগ, প্রভু! জাগ, জাগ, ভগবান!
শত্রু দলিতে হওহে অধিষ্ঠান।
নষ্ট কর হে শত্রুর ছল,
নাশ দুষ্টের বুদ্ধি ও বল,
হে চির-শরণ, বিপদে মোদের অভয় কর হে দান।

ভাণ্ডারে তব যা’ আছে শ্রেষ্ঠদান,
সদয় হৃদয়ে দেহ তাঁরে ভগবান;
রাজা আমাদের বিধি ও বিধান,
বজায় রাখুন; হে কৃপা-নিধান!
মোরা যেন সদা মনে মুখে তাঁর গাহি মঙ্গল-গান।

কেরি।