দেশের দশের ডাক শোনো ওই,
ওঠ, ওঠ, ম্যাগিয়ার!
এই বেলা যদি পার ত পারিলে,
নহিলে হ’ল না আর।
মুক্ত হ’বে? না,- রহিবে অধীন?
বুঝি চিনে লও পথ,
‘ম্যাগিরার আর র’বে না অধীন’
করিনু এই শপথ।
আমরা সকলে করিনু শপথ
ল’য়ে দেবতার নাম,
আর রহিব না অধীন,- হে প্রভু!
পুরাও মনস্কাম।
পেটোফি।