ঝঞ্ঝা-মথিত সাগরোত্থিত
ভালোবাসি এই দেশ,
হ’ক বন্ধুর,- আকর্ষণের
তবু তা’র নাহি শেষ।
ওগো ভালবেসো, তারে ভালবেসো,
না ভুলি’ পূর্ব্ব-কথা,
ভুলো না মোদের ‘সাগা’-সঙ্গীত,-
স্বপ্নময়ী সে গাথা।
বীর-সৈন্যের সহায়ে হ্যারাল্ড্
এই দেশ বাঁচায়েছে,
হাকন্ রক্ষণ ক’রেছে, ইভিণ্ড্
গান তার গেয়ে গেছে;
রক্তে এঁকেছে ক্রুশের চিহ্ন
নিশানে ওলাফ্ রাজা,
স্বেয়ার ভেঙেছে ভণ্ডামি,- ভয়
করেনি পোপের সাজা।
নর্স্ম্যান্! তুমি যেখানেই থাক
গাহিয়ো তাঁহার জয়,
জয়ী যিনি তোমা’ করেছেন, যবে
জয়ে ছিল সংশয়।
পিতৃগণের বীর জল্পনা,-
মায়েদের আঁখিজল,-
পন্থা মোদের করেছে বিশদ,
অধিকার অবিচল।
বটে গো আমরা বাসি ভাল এই
ঝঞ্ঝা-মথিত দেশ!
হ’ক বন্ধুর,- মায়ামন্ত্রের
তবু তার নাহি শেষ!
পূর্ব্ব পুরুষ যুঝিল যেমন
দেশের মুক্তি তরে,
ডাক পড়িলেই মোরাও সকলে
যুঝিব তেমনি ক’রে।
জন্ষ্ট্যার্ণ্ জোর্ণ্সন্।