গোলাপে ফুটাও তুমি সৌন্দর্য্য তোমার,
জ্যোতি তব ঊষার কিরণে;
পাপিয়ার কলস্বনে তোমারি মাধুরী,
মরালের শুভ্রতা বরণে!
জাগরণে স্বপ্ন সম সঙ্গে তুমি মোর,
চন্দ্র সম নিশীথে তন্দ্রায়;
আর্দ্র কর, স্নিগ্ধ কর, মৃগনাভি সম,
মুগ্ধ কর রাগিণীর প্রায়।
তবু যদি সাধি তোমা’ ভিখারীর মত
দেখা মোরে দিতে করুণায়;
বল তুমি “রহি অবগুণ্ঠনের মাঝে,
এ রূপ দেখাতে নারি হায়!”
তৃষা আর তৃপ্তি মাঝে র’বে ব্যবধান-
অর্থহীন এ অবগুণ্ঠন?
আমার আনন্দ হ’তে সৌন্দর্য্য তোমার
দূরে রাখে কোন্ আবরণ?
একি গো সমর-লীলা তোমায় আমায়?
ক্ষমা দাও, মাগি পরিহার;
মরমের (ও) মর্ম্ম যাহা তাই তুমি মোর,
জীবনের জীবন আমার!
সরোজিনী নাইডু।