জর্দ্দাপরী

জর্দ্দাপরী! জর্দ্দাপরী! হিরণ-জরির ওড়না গায়
দুপুর বেলার তীক্ষ্ণ রোদে পাখ্না মেলে যাও কোথায়?
“যাই কোথায়?-
হায় রে হায়!
সূর্যমুখী ফুলের বনে সূৰ্য্যকান্ত মণির ভায়।”

রূপবতীর রোষের মতন স্বর্ণ সাঁঝে পূর্ণিমার
লাবণ্যে কার হয় সোনালি রজত অঙ্গ চন্দ্রমার?
“আবার কার?-
এই আমার!-
কুঙ্কুমেরি অঙ্কে চরণ রাঙায় উৎস জ্যোৎসনার।”

জর্দ্দাপরী! জর্দ্দাপরী! জমাট জরির বোর্কা গায়
রৌদ্রে এবং বিদ্যুতে দুই পাখনা মেলে যাও কোথায়?
“যাই কোথায়?-
হায় রে হায়-
দরদ্ দিয়ে বুঝ্তে জরদ্ গরদ-গুটির দরদ-দায়।”

ঘনের ঘড়া কক্ষে তোমার জোনাক-পোকার হার চুলে,
আলেয়া তোর চক্ষে জ্বলে চাইলে চোখে চোখ তুলে!
“চোখ ঢুলে?-
মন ভুলে?-
কুবের-পুরীর সোনার কবাট হাসির হাওয়ায় যাই খুলে।”
দুর্গমে যে রাস্তা গেছে সেই দিকে তুই দীপ দেখাস্
দুঃসাহসে ধায় যে পিছে কেবল করিস তায় নিরাশ!
“বাস্রে বাস!
সোনার চাষ-
অম্নি কি হয়? সোনার গোলাপ হঠাৎ কারেও দ্যায় কি বাস।”

এগিয়ে চলিস্ হাতছানি দিস্ পাগল করিস্ আঁখির ভায়,
লোভের কাঁদন জাগিয়ে ফিরিস্ দিনে ধরা ফিরাস্ পায়।
“ফিরাই পায়?
হায় গো হায়-
পরশ-মণি চায় যে,- আগে সকল হরষ তার বিদায়।”

জর্দ্দাপরী! জর্দ্দাপরী! জরির জুতা সোনার পায়
মাড়িয়ে তুমি চলছ খালি ফুলের ডালি ডাহিন বায়।
“সোনার পায়
মাড়াই যায়
আমার স্বয়ম্বরের মালা আলোক-লতা তার গলায়।”