কালীপ্রসন্ন সিংহ

তারা নহে প্রবঞ্চক গরু যারা কাটে বকরিদে,-
করুক্ যা খুসী পরে,- প্রথমে ত মূল্য দিয়া আনে,
মূল্যে হয় গৌণ শুদ্ধি। কিন্তু যারা বঞ্চি যজমানে
গোদানে প্রবৃত্ত করে,- শেষে বেচে কসায়েরে সিধে-
দুধ বন্ধে দ্বিধাহীন,- মুখে শাস্ত্র, স্বার্থপঙ্ক হৃদে-
নরকের গন্ধময়,- তাদের কী বলে অভিধানে?-
বল, খেয়ালীর রাজা! হে রসিক! বল কানে কানে
কিম্বা বল উচ্চকণ্ঠে;- যখন রেখেছ তুমি বিঁধে
গৃহভিতে,- মুখ-সৰ্ব্ব ভণ্ড যত গর্বিতের টিকি-
করিয়াছ যজ্ঞ টিকিমেধ,- তখন কিসের দ্বিধা?
পুনঃ তুমি এস বঙ্গে পুণ্যশ্লোক সিংহ গুণধাম!
মোহর কিম্মৎ কার, কার টাকা, কার মূল্য সিকি
জেনে নাও, কর নব্য ব্রাহ্মণের মূল্য মুসাবিদা,
কাট টিকি, লেখ নাম, রফা করে ফেলে দাও দাম।