কে

কে ছিল আদিতে? কে রাখিল ধরি’
দ্যুলোকে ভূলোকে আপন স্থানে?
কে অদ্বিতীয় পতি সকলের?
কোন্ দেবে পূজি হব্যদানে?

শকতি ও প্রাণ যে করিল দান?
দেবতারা যাঁর শাসন মানে?
মৃত্যু অমৃত ভৃত্য যাঁহার?
কারে পুজি মোরা হব্য-দানে?

যিনি মহিমায় করেন বিরাজ
নিখিল জীবের নয়নে প্রাণে?
পশু, পাখী, নর, যাঁহার অধীন?
কা’র পূজা করি হব্য-দানে?

রসের আধার সমুদ্র আর?
হিমাচল যাঁর কীর্ত্তি জানে?
দিকে দিকে যাঁর অভয় হস্ত?
কোন্ দেবে পূজি’ হব্যদানে?

অসীম ব্যোমের পরিমাণ করি,’-
বাতাস উজলি’ কিরণ-স্নানে,-
পৃথিবীরে দৃঢ় ক’রেছেন যিনি?
কারে পূজি মোরা হব্যদানে?

লভি’ প্রতিষ্ঠা ক্রন্দসী যাঁর
নিরত নিয়ত মহিমা গানে?
যাঁহার বিভায় দীপ্ত তপন?
কার পূজা করি হব্য-দানে?

ত্রিভুবন-ব্যাপী সলিল-গর্ভে
জাত জাতবেদা যাঁহারে আনে?
নিথিল দেবের জীবন-বস্তু?
কোন্ দেবে পূজি হব্যদানে?

নিপুণ চক্ষে বিপুল বিশ্ব
যিনি হেরিলেন সলিলাধানে,
সকল দেবের অধিদেব যিনি?
কারে পূজি মোরা হব্য-দানে?

পৃথিবীর পিতা, স্বর্গ-জনিতা,
তিন লোক বাঁধা যাঁর বিধানে,
তিনি যেন কভু না হ’ন বিমুখ,
যাঁরে পূজি মোরা হব্য-দানে।

সকল প্রজার প্রজাপতি! দেব!
বিশ্ব শাসিতে কে আর জানে?
মোদের আহুতি করছে গ্রহণ,
কামনা পূরাও কাম্য-দানে।

হিরণ্য-গর্ভ ঋষি।