কবি ও মানব জীবন

জীবন- সে ত’ ভূতের সাথে রণ,
যে ভূত থাকে মনের গুহা মাঝে;
কবি ত সেই- নিজেই যেই জন
বিচার করে নিত্য নিজ কাজে।

ইব্‌সেন্