কুহুধ্বনির ঝর ওঠে শোন্ (গান)

কুহুধ্বনির ঝড় ওঠে শোন্
নিফুট আলোর কূলে কূলে;
শিথানে মুখ লুকিয়ে কেন
কান্না রে আজ ফুলে ফুলে?
বাসন্তী এই কোজাগরী।
কিসের ব্যথায় উঠ্ল ভরি’,
কী ব্যথা সে কী ব্যর্থতা
বিষের হাওয়া হিয়ায় বুলে!
প্রাণের মেলায় মায়ার খেলায়
হঠাৎ বেসুর বাজ্ল কোথায়,
হারিয়ে গেল কী নিধি তোর
অশ্রুজলের আঁধার সেতায়?
সারা বুকের পাঁজর-তলে
রাঙা আঙার ফুঁপিয়ে জ্বলে,
সপ্তপদীর শেষ হল কি
জীবন-ভরা ভুলে ভুলে!