জড়সড় কুঁড়িটি আজ কে গো ফোটালে!
কোন্ চাঁদে আজ চুমা তোমার দিলে কোন্ গালে!
কোন পরীতে ও মুখ চেয়ে
উড়ে গেল কি গান গেয়ে!
কোন সরিতে উঠ্লে নেয়ে! কি রূপ লোটালে!
জড়সড় কুঁড়িটি আজ কে গো ফোটালে!
কোন্ চাঁদে আজ চুমা তোমার দিলে কোন্ গালে!
কোন পরীতে ও মুখ চেয়ে
উড়ে গেল কি গান গেয়ে!
কোন সরিতে উঠ্লে নেয়ে! কি রূপ লোটালে!