লজ্জাবতী

চাহনির ভর সহে না সে হায়
সে যে অতি সুকুমারী;
পরশের আঁচে মুহু মূরছায়
ললিত লতিকা নারী!
সে যে আছে একা একটি প্রান্তে
আছে সঙ্কোচ ভরে,
গোপন-ভুবনে আছে একান্তে
নিশাসে হুতাশে মরে।
নাই কিছু তার নাই পরিচয়
চির যুগে সে যে নারী,
জীর্ণ তরুর দীর্ণ হৃদয়
নিরাময় স্নেহে তারি!