যত্নে রেখ এই ক্ষুদ্র মানব সন্তানে,
ক্ষুদ্র,- তবু অন্তরে সে ধরে বিশ্বম্ভরে;
শিশুরা জন্মের আগে রশ্মিরাশিরূপে
চঞ্চল পুলকভরে ফিরে নীলাম্বরে।
আসে তা’রা আমাদের অন্যায়ের দেশে,
বিধাতা পাঠান শুধু দিন দুই তরে;
শিশুর অস্পষ্টভাষে তাঁরি বাণী ফুটে,
ক্ষমার বারতা তাঁর শিশু-হাসে ক্ষরে।
তা’দের সে স্ফূর্ত্তি ভাতে আমাদের চোখে,
স্বর্গ কাঁদে শিশু যদি কাঁদে গো ক্ষুধায়;
আনন্দে তা’দের যে গো চির-অধিকার,
তা’রা ব্যথা পেলে বিশ্ব কাঁদে যাতনায়।
নির্ম্মল সে ফুলদলে রস যদি মরে,-
বিশ্বজনে পরশে তবে সে অপরাধ;
মানুষের ঘরে, মরি, দেবতা বিহরে!
হায় রে, নিগূঢ় নভস্তলে বজ্রনাদ-
জাগে,- যবে ভগবান ফিরেন খুঁজিয়া
সেই সব শিশু,- হায়, যা’রা ধরাতলে
এসেছিল একদিন দেবতার সাজে,-
এবে যা’রা ছিন্নবাসে,- সিক্ত অশ্রুজলে।
ভিক্তর হুগো।