কানাই। আবার কিনিলে মোরে, হে সুন্দরী!
গোপী। আমি ত’ আসিনি; টেনে আনে বাঁশরী;
লহরিয়া উঠে হিয়া ঘনঘটাতে-
কানাই। বালিকা কেমনে এলে আঁধার রাতে?
কেমনে চিনিলে পথ? গভীর নিশা!
গোপী। চমকে বিজলী মুহু- পাইনু দিশা।
কানাই। পিছল সে বাঁকা পথ কাঁটায় ভরা,
বেদনা পেয়েছ বড়, বিম্বাধরা!
গোপী। লঘু গতি, দৃঢ় মতি করে সে হেলা।
কানাই। নিশি যে বিষম কালো,- তুমি একেলা!
গোপী। না, না বঁধু, একাকিনী আসেনি রাধা,
প্রেম যা’র সাথী তার কিসের বাধা!