আমার ত্রুটির মার্জনা নাই?
রোষের শান্তি নাই কি তব?
আঙুর ফলের জল টুকু খাই;-
ভর্ৎসনা তাই নিয়ত স’ব?
এমন করিলে সুরা দিব ছেড়ে?-
তুমি মনে মনে ভেবেছ তাই?
কারণ-সংখ্যা গেল শুধু বেড়ে,
এবার দেখিবে কামাই নাই।
সুরার পেয়ালা বড় ভাল লাগে,
আরো ভাল লাগে উষ্মা তব;
পরিতোষ হেতু পান করি’ আগে
তোমারে জ্বালাতে ভ’রব নব!
কালিফ্ এজিদ।