মায়া

শূন্য ব্যোম মনে হয় বিরাট খিলান,
জোনাকী- জোছনা-কণা,- হয় অনুমান!
অবাধ, অগাধ ব্যোম জানি তবু হায়,
জানি গো জোনাকী চুরি করে না জ্যোৎস্নায়।

বেদব্যাস।