নিদ্রা বিহীন, চির-জাগ্রত, সারা ভূভাগের পতি,
অযুত নেত্র, অযুত কর্ণ, মিত্রের করি স্তুতি।
সভার মুখ্য, সত্যের মূল, সুন্দর কলেবর,
জ্ঞানের আকর, বলের নিধান, সবার পূজ্যবর!
যুদ্ধের আগে যোদ্ধারা যাঁরে বলি দেয় উপহার,
ঘোড়ার পৃষ্ঠে বসিয়া সওয়ার অর্চ্চনা ক’রে যাঁর;-
নিজের জন্য স্বাস্থ্য মাগে সে অশ্বের দ্রুত গতি,
প্রার্থনা করে তীক্ষ্ণ দৃষ্টি রাখিতে শত্রু প্রতি;
মিত্রের বরে প্রার্থনা পুরে শত্রুর হয় ক্ষয়,
দিবার মতন বলি দিব আজি গা’ব মিত্রের জয়!
‘অবস্তা’ গ্রন্থ।