আকুল কূজনে কপোত কাঁদিছে
মরম-যাতনা জুড়াতে তা’র;
আমারি মতন ব্যথিত সে জন,
মম সম বুকে দুখেরি ভার।
সে কাকলি শোনা যায় বনে বনে,
গোপন বেদনা আমারি শুধু;-
তবু আঁখি জল ঝরে অবিরল,
লুকানো আগুন জ্বলে সে ধূ ধূ!
হায় পাখী, মোরা প্রেমের বেদনা
আধা-আধি বেঁটে নিয়েছি দোঁহে;
মুখর কাকলি তোমাতে কেবলি,
মৌন ব্যথা সে আমারে দহে।
সিরাজ অল্ ওয়ারক।