ঘোড়াটি আমার ভালবাসিত গো শুনিতে আমার গান,
এখন হ’তে সে ঘোড়াশালে বাঁধা র’বে সারাদিনমান।
জিনি’ তরঙ্গ সুন্দরী মোর তাতার-বাসিনী সাকী,-
লীলা-চঞ্চলা, রঙ্গনিপুণা,- শিবিরে এসেছি রাখি’!
ঘোড়ার আমার জুটিবে সওয়ার, ইয়ার পাইবে সাকী,
শুধু মা আমার এ বুড়া বয়সে কাঁদিয়া মুদিবে আঁখি।