অমলবরণী নবনীত জিনি’,- জিনি’ বরফের গুঁড়া,
কোমল চিকণ চিকুর সোণালি জিনি’ কাঞ্চণ-চূড়া!
অধর অরুণ, হাসিটি তরুণ, করুণ নয়ন দু’টি,
ক্ষীণ তনু- তাজা, পরিক্ষীণ মাজা,- তবু সে পড়ে না টুটি’!
বুকের বসন তুলিয়া ধরিয়া আছে দু’টি আখ্রোট,-
সোহাগ-ভিখারী আছে আজ বাড়ি’- সাথে আছে রাঙা ঠোঁট।