মূল-পাপ্ড়ির জড়িমা-জড়িত আধ-বিকশিত আঁখি,
উজ্জ্বল যেন ছুরির মতন, শান্ত যেন গো পাখী!
সুন্দর কিবা দীর্ঘ ও গ্রীবা, বদন ডিম্বাকার,
বক্ষ ও উরু নহে নহে গুরু, ক্ষীণ পাণি পাদ তা’র;
পাণ্ডুবদন, পাণ্ডুবরণ, মাথায় কেশের রাশি
অতুল শিল্প ওষ্ঠ-অধরে আধ-বিকশিত হাসি!