ওই কালো রূপ অমৃতের কূপ সুষমার খনি কালো,
শ্যাম পল্লব জিনিয়া পেলব কালো আমি বাসি ভাল;
নিবিড় রূপের স্নিগ্ধ গাঢ়তা স্বপনে ডুবায় আঁখি,
স্নিগ্ধ শ্যামল বদনে উজল চঞ্চল আঁখি-পাখী!
ললাট-ফলক বেড়িয়া অলক খেলা করে বায়ুভরে,
কোমলে কঠোর- সংহত তনু কাফ্রির মন হরে।