নারী বন্দনা (মিশর)

রমণীর মণি, মমতার খনি, রাজার দুলালী ধনি,
অমা যামিনীর তিমির জিনিয়া কালো তব কেশ গণি,
কালো সে নিবিড় ফল-মণ্ডিত জম্বুবনের চেয়ে,
পৃষ্ঠ তোমার- স্কন্ধ তোমার- ললাট তোমার ছেয়ে!
কুসুম স্তবক স্তন দু’টি তব বিমুখ বিরাগ ভরে,
তীক্ষ্ণ উজল দশন অমল হীরকে মলিন করে;
লঘু লীলায়িত সকল অঙ্গ হিল্লোলে যেন দোলে,
তোমারে ঘিরিয়া যেন বসন্ত নব-পল্লব খোলে!