জয় নীলনদ! জয়তু গোপন চারী!
স্বরূপ তোমার প্রকাশ মিশর দেশে;
আমা সবাকার তুমিই পালন কারী,
জীবন বাঁচাও কখন্ নিভৃতে এসে।
নিশিরে তুমিই দিবসে মিলাও আনি’,
তুমি আনন্দে পূর্ণ করহে প্রাণ;
বরষে বরষে জীবে জীবে প্রাণ দানি’
বন্যার জলে ভিজাও সকল স্থান।
বরষে বরষে কর রসার্দ্র দেশ,
নামিয়া গোপনে স্বর্গ সোপান হ’তে;
ওগো বলি-প্রিয়! ওগো বিমুক্ত-কেশ!
শস্যের ভার নিয়ে এস নীল স্রোতে।
দেবতা মানুষে গাহিছে তোমার জয়,
সবাই তোমারে ভালবাসে করে ভয়।
মিশরের চিত্র লিপি।