কেহ কি হয় অধোবদন
অকলঙ্ক দরিদ্রতায়?
দৈন্য মোরা করি বরণ,
ভীরু যে জন গণি না তার।
অকথিত, অকীর্ত্তিত
কর্ম্ম মোদের যেমনি হোক্,
মর্য্যাদা ত মুদ্রাচিহ্ন
মানুষ সোনা,- যেমনি হোক্।
শাকান্নে দিন যদিই কাটে,
‘গড়া’- না হয় পর্লামই তাই;
মূর্খে সাজাও লম্বশাটে,
মানুষ তবু মানুষই ভাই!
যেমনি হোক্- যেমনি হোক্,
আড়ম্বর- তা’ যত সে হোক্,
সরল যেজন সেই মহাজন
দীন দরিদ্র যাহা সে হোক্।
দর্পে চলে,- দর্পে চাহে,-
ওই যে- যাহে বল্ছে ‘প্রভু’-
যতই পূজা করুক তাহে
গণ্ডমূর্খ মাত্র তবু।
যেমনি হোক্ তাজ্টা তাহার,
কল্কাদার সে যেমনি হোক্,
বুদ্ধি যাহার আছে সে জন
হাস্বে দেখে, যেমনি হোক্।
রাজা পারেন মান্যদানে
সকল লোকেই ক’র্ত্তে মানী,
গড়্তে পারেন অখল প্রাণে
সামর্থ্য নাই সেটুক্খানি;
যেমনি হোক্- যেমনি হোক্,
মান্য তাঁদের যত সে হোক্,
উচ্চ সকল পদের চেয়ে
যোগ্যতা;- সে যেমনি হোক্:
বল গো তবে আসুক্ ভবে
আসিবে যাহা সুনিশ্চয়,
যোগ্যতা আর বুদ্ধি আবার
হউক্ জয়ী ধরণীময়!
যেমনি হোক্- যেমনি হোক্,
আসিবে সেদিন, যেমনি হোক্,
মানবে মানবে- ভাই ভাই হবে,
এ সারা ভুবনে যখনি হোক্।
রবার্ট বার্ণস্।