নৃত্য-নিমন্ত্রণ

(মুণ্ডারি)

আয় গো ক’নে সবাই মোরা নাচ্তে যাই,
পাথর তো নই থাক্ব পড়ে এক্টি ঠাঁই!
আয় গো ক’নে নিমন্ত্রণে যাই সবাই,
গাছের মত শিকড় গেড়ে থাক্তে নাই;
জীবন গেলে ক’র্ব্বে দেহ পুড়িয়ে ছাই,
বাঁচার মত বাঁচতে চাই,- নাচ্তে যাই।