দুর্য্যুগে হাওরা গুমরি’ কাঁদে রে,
কথার অতীত ব্যথা তার;
দুর্জ্জয় হাওয়া,- যখন বাজেরে
মেঘ-মৃদঙ্গ অনিবার;
ক্ষুব্ধ পবন অশ্রু-বিকল,
নগ্ন কানন মসী-শাখাদল,
গিরি-গহ্বর বিহ্বল জল
স্মরি’ জগতের অবিচার!
শেলি।
দুর্য্যুগে হাওরা গুমরি’ কাঁদে রে,
কথার অতীত ব্যথা তার;
দুর্জ্জয় হাওয়া,- যখন বাজেরে
মেঘ-মৃদঙ্গ অনিবার;
ক্ষুব্ধ পবন অশ্রু-বিকল,
নগ্ন কানন মসী-শাখাদল,
গিরি-গহ্বর বিহ্বল জল
স্মরি’ জগতের অবিচার!
শেলি।