অদৃষ্ট, পুরুষকার,- মিছে তৰ্ক সব,
ও সব নহেক কোনো ধর্ম্মের বিভব;
ভাগ্যের প্রাধান্য মেনে গেছে ভীরু সবে,
সাহসী পুরুষকার;- জীবন আহবে।
আল্তাফ্ হুসেন্ আন্সারি৷
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
অদৃষ্ট, পুরুষকার,- মিছে তৰ্ক সব,
ও সব নহেক কোনো ধর্ম্মের বিভব;
ভাগ্যের প্রাধান্য মেনে গেছে ভীরু সবে,
সাহসী পুরুষকার;- জীবন আহবে।
আল্তাফ্ হুসেন্ আন্সারি৷