পিয়ানোর গান

তুল্ তুল্ টুক্ টুক্
টুক্ টুক্ তুল্ তুল্
কোন্ ফুল তার তুল
তার তুল কোন্ ফুল?
টুক্ টুক্ রঙ্গন
কিংশুক ফুল্ল
নয় নয় নিশ্চয়
নয় তার তুল্য।

টুক্ টুক্ পদ্ম
লক্ষ্মীর সদ্ম
নয় তার দুই পা’র
আল্তার মূল্য।
টুক্ টুক্ টুক্ ঠোঁট
নয় শিউলীর বোঁট
টুক্ টুক্ তুল্ তুল্
নয় বসরাই গুল।

ঝিল্মিল্ ঝিক্মিক্
ঝিক্মিক্ ঝিল্মিল
পুষ্পের মঞ্জীল্
তার তন্ তার দিল্
তার তন্ তার মন
ফাল্গুন্-ফুল্-বন
কৈশোর-যৌবন
সন্ধির পত্তন।

চোখ তার চঞ্চল;-
এই চোখ উৎসুক
এই চোখ বিহ্বল
ঘুমু-ঘুম-সুখ-সুখ!
এই চোখ জ্বল-জ্বল
টল্ টল্ ঢল্ ঢল্
নাই তীর নাই তল,
এই চোখ ছল্ ছল্!

জ্যোৎস্নায় নাই বাঁধ
এই চাঁদ উন্মাদ
এই মন উন্মন
তন্ময় এই চাঁদ।
এই গায় কোন্ সুর
এই ধায় কোন্ দূর
কোন্ বায় ফুর ফুর
কোন্ স্বপ্নের পুর!

গান তার গুন্ গুন্
মঞ্জীর রুণ্ রুণ্,
বোল তার ফিস্ ফিস্
চুল তার মিশ্ মিশ্।
সেই মোর বুল্বুল্,
নাই তার পিঞ্জর,-
চঞ্চল চুল্বুল্
পাখনায় নির্ভর।

পাখনায় নাই ফাঁস
মন তার নয় দাস,
নীড় তার মোর বুক,-
এই মোর এই সুখ।
প্রেম তার বিশ্বাস
প্রেম তার বিত্ত
প্রেম তার নিশ্বাস
প্রেম তার নিত্য।

তুল্ তুল্ টুক্ টুক্
টুক্ টুক্ তুল্ তুল্
তার তুল্ কার মুখ?
তার তুল্ কার ফুল?
বিল্কুল্ তুল্ তুল্
টুক্ টুক্ বিল্কুল্
এল্-বসরাই গুল্!
দে-রোশনাই-ফুল।