পদস্খলন

কৌতুকে পড়িতেছিনু একদা দু’জনে,
সুন্দরের কথা,- তা’র প্রেমের কাহিনী,
নিভৃতে দু’জনে ছিনু অসংশয় মনে,
চোখাচোখি হ’তেছিল; শেণিত-বাহিনী
কপোল রঞ্জিয়াছিল দ্রুত অধ্যয়নে;
শেষে একঠায়ে মোরা ডুবিনু দু’জনে।

যখন পড়িনু মোরা,- চুমিল কেমনে
সে প্রেমিক ঈপ্সিত সে প্রফুল্ল আননে,-
যে আমারে ভুলিবে না কখনো জীবনে
কম্প্রবক্ষে মুখে মোর চুমিল অমনি!
পোড়া বই,- লিখেছিল কোন্ নষ্টজনে,
সে দিন সে কাব্য-পাঠ থামিল তখনি।

দান্তে।