পরমান্ন

(কবিগুরু শ্রীযুক্ত রবীন্দ্রনাথের জন্মদিনে পঠিত)

ফুল-ফোটানো আবহাওয়া এই
কর্লে কে গো সৃষ্ট,
মধুর তোমার দৃষ্টি!
প্রণাম তোমায় করি!
আমরা কমল, ভূইচাঁপা, যুঁই,
কুন্দ, নাগেশ্বরী।

মন্ হরিণের মনোহরণ
বাজাও তুমি বংশী
মানস-সরের হংসী,
তোমার পানে চায় গো
উল্লাসেরি কলধ্বনি
কণ্ঠ তাহার ছায় গো!

সত্যযুগের আদিম!-গ্রহ
ছত্রপতি সূৰ্য্য,
তোমার সোনার তৃৰ্য্য
ব্যক্ত চরাচরে;
বাষ্প-গোপন শক্তিতে সে
বজ্ৰ সৃজন করে!

সত্য-মণি জাগাও তুমি,
চারু তোমার কৰ্ম্ম,
ফুল-ফোটানো ধৰ্ম্ম
জাগরণের সঙ্গী!
বিশ্বে তুমি নিত্য কর
নূতন রঙে রঙ্গী!

তোমার প্রকাশ-মহোৎসবে
আমরা মিলি হর্ষে,-
মিলি বরষ-বর্ষে;
নাই আমাদের স্বর্ণ,
আমরা আনি অন্তরেরি
প্রীতির পরম-অন্ন।

জন্ম-তিথির পরম প্রসাদ
দাও আমাদের ভক্তি,
প্রাণে পরম শক্তি,
দেখাও দুর্ণিরীক্ষ্য
অন্তরে যার অরাম এবং
আসন অন্তরীক্ষ।