‘প্রেম’

গানটি ফুরাইলে যদি না মনে লয়
এমন শুনি নাই জীবনে,
সে জন গেলে চলে যদি না মনে হয়।
মানুষ নাই আর ভুবনে,
‘রূপসী’ বলিয়া সে সোহাগ না করিলে
যদি না মানো দীন আপনায়,
যদি না জানো মনে “জীবনে মরণেও”
ব’ল’ না ‘প্রেম’ তবে কভু তায়।

বসিয়া জনতায় তারি সে প্রেমমুখ
ধেয়ানে যদি দিন না কাটে,-
গগন ব্যবধান,- তবুও মনো প্রাণ
না সঁপি’ যদি বুক না ফাটে,
তাহার নিষ্ঠায় রাখিয়া বিশ্বাস
স্বপন ভরে দিন নাহি যায়,-
ভাঙিলে সে স্বপন মরিতে নার যদি
ব’ল’ না ‘প্রেম’ তবে কভু তায়।

এলিজাবেথ্ ব্যারেট ব্রাউনিং।