ধন্য সে,- প্রভাতে জাগি’ সতৃষ্ণ নয়নে
প্রতিদিন যেইজন দেখে ও বয়ান;-
মাতাল চেতনা পায় নিশা অবসানে,
প্রেমের কাটে না নেশা না গেলে পরাণ!
সাদি।
ধন্য সে,- প্রভাতে জাগি’ সতৃষ্ণ নয়নে
প্রতিদিন যেইজন দেখে ও বয়ান;-
মাতাল চেতনা পায় নিশা অবসানে,
প্রেমের কাটে না নেশা না গেলে পরাণ!
সাদি।