প্রেমের সুখ দুঃখ

প্রেম রাখিল মাথাটি তা’র
কাঁটায় ভরা গোলাপ শেষে;-
ঠোঁট দু’টি তার শুকিয়ে এল,
আঁখির পাতা উঠ্‌ল ভিজে।
সঙ্গীহারা শিথানে তা’র
ভয় ভাবনা রইল ঘিরে;
তিলে তিলে পোহায় নিশি,
ঊষায় ধরা হাসে ফিরে;
ঊষার সাথে হরষ এসে
চুমিল সেই মুখটি ধীরে,
ভয় ভাবনা গেলেন সরে
ছিলেন যাঁরা শিথান ঘিরে!
আঁখিতে তা’র ফুট্‌ল আলো,
ঠোঁটে ঊষার হাসি-রাশি;
নিশায় বিষাদ রাজ্য করুক্
ঊষা ফিরে আন্‌বে হাসি!

সুইন্‌বার্ণ