মনে কর তুমি নাই,- অথচ তোমার
নিখিল বিপুল বিশ্বে পূর্ণ অধিকার!
এ কথা কেমন?- শুধু কথামাত্র সার৷
গ্রহ-তারা-পুষ্প-ফলে বিচিত্র দর্শন
বীজমন্ত্র সম এই নিখিল ভুবন;-
ব্যাখ্যা, অর্থ, সার্থকতা সকলি ‘জীবন’!
খুশ্হাল৷
মনে কর তুমি নাই,- অথচ তোমার
নিখিল বিপুল বিশ্বে পূর্ণ অধিকার!
এ কথা কেমন?- শুধু কথামাত্র সার৷
গ্রহ-তারা-পুষ্প-ফলে বিচিত্র দর্শন
বীজমন্ত্র সম এই নিখিল ভুবন;-
ব্যাখ্যা, অর্থ, সার্থকতা সকলি ‘জীবন’!
খুশ্হাল৷