প্রিয়ার পরশ

সরস পরশে তব ইন্দ্রিয়ের উপজে বিকার,
ও পরশ চেতনারে ভ্রান্ত করি’ চিরায় আবার!
নিশ্চয় করিতে নারি,- হর্ষ ইহা কিম্বা দুঃখভার,
মোহ- নিদ্রা,- মত্ততা কি সুধাসেক,- বিষের সঞ্চার!

ভবভূতি।