প্রভু মম যোদ্ধা তেজীয়ান্,
বীরাগ্রণী বীর;
নৃপ আগে রণে তিনি যান,
করে ধনু তীর।
যুদ্ধে যবে গেল প্রিয়তম,
সে অবধি কি গ্রীষ্মে কি শীতে,-
রুক্ষ কেশ ওড়ে শণ সম;
বাঁধিব সে? কাহারে তুষিতে?
বৃষ্টি চাই, তবু সূর্য্য ওঠে
নির্মেঘ আকাশে;
তাঁরি কথা প্রাণে সদা ফোটে,
মনে শুধু আসে।
কোথা মিলে বিস্মরণী লতা?
আমি দ্বারে করিব রোপণ;
জাগে যে কেবলি তাঁরি কথা,
হায় তাহে কেবলি রোদন!
“শী-কিং” গ্রন্থ।