পুণ্যের ক্ষয়

দেবতার মধ্যে এবে এ অধম দেশে
আশাদেবী আছেন কেবল,
অন্য সবে সুমেরুর স্বর্ণচূড়া বাহি’
গেছেন ত্যজিয়া ভূমণ্ডল।
অন্তর্হিত ধর্ম্মদেব সত্যদেব সহ,
শ্রী গিয়েছে ধী গিয়েছে চ’লে,
এ ভীরুর দেশে শুধু ধর্ম্মভীরু নাহি,
প্রতিজ্ঞা পালিতে এরা ভোলে।
দৃশ্চরিত্র দুর্জ্জনেরে করিতে বরণ
নারীদের দ্বিধা নাহি আর।
পাত্র ধনী?- ধন করে কলঙ্কমোচন,
কুৎসিতে সুন্দরে একাকার!
কুবেরের যূপে বলি পড়ে জোড়া জোড়া
লুব্ধ, নীচ, কুক্কুরী কুক্কুর,
পুণ্যের প্রাচীন যুগ অতীতে বিলীন,
ন্যায় ধর্ম্ম হ’য়ে গেছে দূর।

থিয়োগ্নিস্।