পূর্ণিমা রাতে সমুদ্রের প্রতি

জড়ায়েছ পুষ্পদাম সুবিপুল তরঙ্গ-বাহুতে
কার লাগি মহাবাহু? কারে দিবে আলিঙ্গন-পাশ?
জ্যোৎস্না-বারুণীর রসে অসম্বৃত এ মহা উল্লাস
কেন আজি দেহ-মনে? হবে বুঝি চন্দ্রমা রাহুতে
সন্ধি আজ শুভক্ষণে- পরিণয়- জীবনে মৃত্যুতে!
তাই কি মুরলী ত্যজি পাঞ্চজন্যে আজি অভিলাষ?

অসীমে সসীমে হবে সুনিবিড় বাসর-বিলাস
এইখানে, এইক্ষণে! অপরূপ বরে ও বধূতে
সুলগনে সংঘটনা!- অপূর্ব শৃঙ্গার-বেশ আহা
আজি তব চিত্তহারী! জ্যোৎস্না-চন্দনের পত্ৰলেখা
শ্ৰীঅঙ্গে শোভিছে কিবা!-অপরূপ তব অভিসার
আকাশে দেউটি জ্বালি!- কার লাগি? কেবা জানে তাহা?
নির্জ্জন সৈকত-ভূমি,- এ সঙ্কেত-স্থলে আমি একা,-
ডেকে নাও, কোল দাও গৌরাঙ্গের মত একবার।