নারীর গর্ভে জন্ম লভিয়া
কে আছে এমন ভুবনে?-
ব্যাঘ্র অথবা বানরের ভাব
জাগেনি ক’ যার জীবনে?
মানুষ এখনো অপুষ্ট ভ্রূণ,-
আজো বাকী তার অনেকই;
হ’বে না তাহার নব উন্মেষ
নব নব যুগ সনে কি?
এখনো যে তা’র আব্ছায়া সব,
কত জাতি জীয়ে মরে গো;-
ত্রিকালদর্শী হেরে,- চিত্রের
রশ্মিতে ছায়া হরে গো!
এইরূপে যবে সবি এক হ’বে,
নির্ম্মল হ’বে দৃষ্টি,
গাহিব তখন, ‘জয় ভগবন,
মানুষ হ’য়েছে সৃষ্টি!’
টেনিসন্।